EIIN : 106172
School Code : 4334 Badarkhali, CHAKARIA, Cox'sbazar; 01860588235
Head Teacher

    অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি কক্সবাজার জেলার, চকরিয়া উপজেলায় এশিয়ার অন্যতম বৃহত্তর সমবায় জনগণের আবাসস্থল বদরখালী। শিক্ষায় অগ্রসর দরিদ্র উপকূলীয় অঞ্চলে মাধ্যমিক শিক্ষা বিস্তারে ভূমিকা রাখার জন্য "বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি" কর্তৃক ১৯৪৫ ইং সনে প্রতিষ্ঠা হয় বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়। বর্তমানে অত্র বিদ্যালয় মাধ্যমিক শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। 'শিক্ষা' দেশের আপামর জন সাধারণকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মূল হাতিয়ার। তাই শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার বিকাশ সাধন এবং শিক্ষার্থীদের সহ পাঠক্রমিক উৎকর্ষতা অর্জন ও আমাদের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনের জন্য অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক পরিষদ অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন বৃত্তি পরীক্ষা, পাবলিক পরীক্ষা ও সহ পাঠক্রমিক বিষয়ে উপকূলীয় অঞ্চলে তাদের শ্রেষ্ঠত্বের মেধার স্বাক্ষর রাখছে। অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিহিংসায় বিশ্বাসী নয়, তবে প্রতিযোগিতায় বিশ্বাসী। সেই প্রতিযোগিতায় উপকূলীয় অঞ্চলে অত্র প্রতিষ্ঠান এগিয়ে। আমি এবং আমার সম্মানিত শিক্ষক পরিষদ আনন্দিত এই জন্য যে, অত্র বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় কম্পিউটার প্রযুক্তি তথা ওয়েব সাইড প্রবর্তন করে অত্র প্রতিষ্ঠানের সকল প্রাসঙ্গিক তথ্য প্রদানের মাধ্যমে আমাদের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে একটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছি। আমরা আইসিটির যোগের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। তাই আইসিটি ক্ষেত্রে আমাদের আরো স্বচ্ছ এবং দক্ষ প্রজন্ম গড়ে তোলা অতীব গুরুত্বপূর্ণ। অন্যদিকে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে ডিজিটাল করতে হবে। এই সত্যটি উপলদ্ধি করেই আমরা অত্র প্রতিষ্ঠানে ডিজিটালাইজেশন কার্যক্রম শুরু করি। এই কার্যক্রমকে ধারাবাহিক উন্নতির জন্য যে কোনো ইতিবাচক পরামর্শ গ্রহণ করতে আমি সদা প্রস্তুত। আমি বিগত ০৭/০৮/২০১৪ইং তারিখ অত্র বিদ্যালয়ে যোগদানের পর হতে শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিক উন্নতির স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে এই অবস্থানে আসতে সক্ষম হয়েছি। প্রধান শিক্ষক হিসেবে আমার লক্ষ্য হল- নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের মধ্যে দিয়ে একটি সহায়ক ও অর্ন্তভূক্তি মূলক শিক্ষার পরিবেশ প্রদান করা। যেখানে প্রত্যেক অভিভাবক ও শিক্ষার্থীর তাদের স্বপ্ন পূরণের সুযোগ থাকবে। সকল শিক্ষার্থী ও অভিভাবকের স্বার্থে চকরিয়া উপজেলার প্রাচীনতম অত্র বিদ্যালয়ের ক্রমোন্নতি এবং উপকূলীয় অঞ্চলে বৈচিত্রময় শ্রেষ্ঠ আদর্শিক মাধ্যমিক বিদ্যালয় রূপান্তরে আমি অতীব আগ্রহী। আমি আত্মবিশ্বাসী যে, আমাদের সকলের প্রচেষ্ঠায় "আমরা সফল হব"। আশাকরি সকল শিক্ষার্থী, সম্মানিত সকল শিক্ষক ও অভিভাবক সবার সম্মিলিত প্রচেষ্ঠায় এই বিদ্যালয়ের অতীত ঐতিহ্যকে ধারণ করে সোনালী সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে- এই শুভ কামনা রইল। ধন্যবাদ সকল'কে।
    মোহাম্মদ রুহুল কাদের 
    প্রধান শিক্ষক 
    বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়
    চকরিয়া,কক্সবাজার।