EIIN : 106172
School Code : 4334 Badarkhali, CHAKARIA, Cox'sbazar; 01860588235
Welcome To Our School

    Welcome To Our School

    আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

    দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সমবায় অঞ্চল এই বদরখালী। এটি ১৯২৯ সালে ২৬২ জন গুণী মানুষের কারণে প্রতিষ্ঠিত হয়। এখানে গড়ে উঠে দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ সমবায় প্রতিষ্ঠান “বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি”। শিক্ষা দীক্ষায় অনগ্রসর জাতিকে শিক্ষিত করে তোলার জন্য ১৯৪৫ সালে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় নামে এই শিক্ষা প্রতিষ্ঠান টি চালু করেন সমিতির সভ্যবৃন্দ। 

    বর্তমানে অত্র বিদ্যালয় মাধ্যমিক শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। 'শিক্ষা' দেশের আপামর জন সাধারণকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মূল হাতিয়ার। তাই শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার বিকাশ সাধন এবং শিক্ষার্থীদের সহ পাঠক্রমিক উৎকর্ষতা অর্জন আমাদের লক্ষ্য।